Header Ads Widget

Responsive Advertisement

‘ভাড়া চাচ্ছে ৩০০ টাকা, বাড়তি টাকা কে দেবে?’

 ফাইল ছবি।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাজধানীর আশপাশের সাত জেলায় চলছে কঠোর বিধিনিষেধ। বন্ধ আছে দূরপাল্লার বাস চলাচল। আজ মঙ্গলবার ভোর থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে যাতায়াতে মানুষের ভোগান্তি বেড়েছে।
রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে দাঁড়িয়েছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা আসিফ ইকবাল। তিনি মেঘনাঘাটে কর্মস্থলে যাবেন। তিনি নিয়মিতই এই পথে যাতায়াত করেন। তিনি জানালেন, ‘অফিসে বাসে যেতে করোনার আগে লাগত ৪৫ টাকা। করোনাকালে ভাড়া বেড়ে হলো ৮০ টাকা। এখন মোটরসাইকেল ভাড়া চাচ্ছে ৩০০ টাকা। এই বাড়তি টাকা কে দেবে?’

বেলা সাড়ে ১১টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় কুমিল্লাগামী অসংখ্য মানুষের ভিড় দেখা যায়। এ সময় কয়েকজন যাত্রী কুমিল্লা প্রিমিয়াম প্লাস পরিবহনের একটি বাসে উঠে পড়েন। তখন পুলিশের সদস্যরা এসে যাত্রীদের আবার নামিয়ে দেন।
রাজধানীর সাইনবোর্ড এলাকায় দুপুর সাড়ে ১২টার দিকে দেখা যায়, শত শত মানুষ দূরপাল্লার বাসের জন্য অপেক্ষায়। বেশির ভাগই জানতেন না বাস চলাচল বন্ধের কথা। অনেকে আবার জরুরি প্রয়োজনে বের হয়েছেন। বাস না পেয়ে মোটরসাইকেল, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও মিনিবাসে করে তাঁরা রওনা করছেন।

Post a Comment

0 Comments